বাংলাদেশ থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা পাচারের মামলায় আবারও প্রশান্ত কুমার হালদারসহ (পি কে হালদার) ছয় অভিযুক্তকে ২১ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন কলকাতার নগর দায়রা আদালত।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) তাদের আদালতে তোলা হয়। এরপর শুনানি শেষে আদালত তাদের ২১ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
গত ২০১ দিন ধরে ভারতে জেল হেফাজতে রয়েছেন পি কে হালদার ও তার সহযোগীরা। এ নিয়ে দশমবার আদালতে তোলা হয় তাদের।
গত ১৪ মে পশ্চিমবঙ্গে ভারতীয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হাতে গ্রেফতার হন বাংলাদেশের এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পি কে হালদার, তার ভাই ও অন্য সহযোগীরা।
প্রশান্ত কুমার হালদারসহ যে ৬ জন অভিযুক্ত রয়েছেন তারা হলেন- স্বপন মিত্র, উওম মিত্র, শিব শংকর হালদার, ইমন হাসান। এছাড়াও তাদের মধ্যে একজন নারী অভিযুক্তও রয়েছেন।
পশ্চিমবঙ্গের অশোকনগর থেকে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন তারা।
বৃহস্পতিবার বেলা ১১টার কিছু পরে স্পেশাল সিবিআই আদালত-৪ এ তাদের তোলা হয়। সিবিআই আদালত-৪ এর বিচারক বিদ্যুৎ কুমার রায় এ সময় জানতে চান পি কে হালদার আছেন কি না। এরপর পি কে হালদার নিজের হাত তুলে বলেন- উপস্থিত আছি।
এরপর আসামিপক্ষের আইনজীবী বিশ্বজিৎ মান্না জামিনের জন্য আবেদন করে বলেন, প্রশান্ত কুমার হালদার নার্ভের রোগে আক্রান্ত। তার চিকিৎসার ব্যবস্থা করা হোক।
কিন্তু বিচারক বিদ্যুৎ কুমার রায় ফের ২১ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। এসময় তিনি আগামী ৮ ডিসেম্বর অভিযুক্তদের আদালতে হাজিরার দিন ঠিক করেন। তবে এর মধ্যে প্রয়োজন হলে সিবিআই জেলে গিয়ে প্রশান্ত কুমার হালদারকে জিজ্ঞাসা করতে পারবে।
আজ আদালতে পি কে হালদারকে কিছুটা ভেঙে পড়তে দেখা যায়। আগে যে পোশাকে দেখা গেছে এদিনও একই অবস্থায় ছিলেন তিনি।
এসএএইচ/এমএসএম/কেএসআর/এমএস