৪ ডিসেম্বর চট্টগ্রামের মহাসমাবেশে যোগ দিচ্ছেন ফেনী আওয়ামী লীগের ২৫ হাজার নেতাকর্মী। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) এ তথ্য জানান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
বুধবার রাতে ফেনী পৌরসভার সম্মেলন কক্ষে চট্টগ্রামের মহাসমাবেশ ও জাতীয় কাউন্সিল নিয়ে প্রস্তুতি সভা করে আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহম্মদের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক এ কে শহীদ উল্যাহ খোন্দকারের সঞ্চালনায় সভায় সাবেক সংসদ সদস্য জাহানআরা বেগম সুরমা, সিনিয়র সহ-সভাপতি মাস্টার আলী হায়দার, সহ-সভাপতি প্রিয়রঞ্জন দত্ত, যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল করিম, অ্যাডভোকেট নুর হোসেন, সদর উপজেলা সভাপতি করিম উল্যাহ বি কম, সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, পৌর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী, পরশুরাম উপজেলা সভাপতি কামাল উদ্দিন মজুমদার, ফুলগাজী উপজেলা সভাপতি আবদুল আলিম মজুমদার, দাগনভূঞা উপজেলা সাধারণ সম্পাদক জয়নাল আবদীন মামুন, সোনাগাজী উপজেলা সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন, ছাগলনাইয়া উপজেলা সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, জেলা যুবলীগ সভাপতি দিদারুল কবির রতন, যুব মহিলা লীগ সভাপতি মঞ্জিলা আক্তার মিমি, ও ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহাম্মদ তপু উপস্থিত ছিলেন।
আবদুল্লাহ আল-মামুন/আরএইচ/এমএস