দেশজুড়ে

রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

কাতারে শুরু হতে যাওয়া বিশ্বকাপ ফুটবল নিয়ে আনন্দের জোয়ারে ভাসছেন ফুটবলপ্রেমীরা। পিছিয়ে নেই রাঙ্গামাটি ফুটবলপ্রেমীরাও। তাই তো রাঙ্গামাটির আর্জেন্টিনা সমর্থকরা শতাধিক মোটরসাইকেল নিয়ে বের করেছেন বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকালে আর্জেন্টিনা সমর্থকদের আয়োজনে এ মোটর শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি রাঙ্গামাটির কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে রিজার্ভবাজার পুরানবস্তি-জুলুক্যা পাহাড় সংযোগ সেতুতে (যে সেতুটি আর্জেন্টিনা পতাকার রঙে রাঙানো সাজানো) এসে শেষ হয়।

শোভাযাত্রায় অংশ নেওয়া আর্জেন্টিনা সমর্থক খলিলুল্লাহ বলেন, আমরা আর্জেন্টিনা সমর্থক, সব সময় আর্জেন্টিনার পক্ষে ছিলাম এবং আছি। আশা করি এবারের বিশ্বকাপ আমরা জয় করবো।

আরেক সমর্থক ওবাইদুল আলম বলেন, আর্জেন্টিনা সব সময়ই পছন্দের দল। এবার কাতার বিশ্বকাপে মেসির পায়ের জাদুতে আর্জেন্টিনা যে সেরা সেটা আবারও দেখিয়ে দিবে বিশ্বকে।

আর্জেন্টিনা সমর্থক রাসেল বলেন, আর্জেন্টিনা আমাদের প্রিয় দল। ছোটবেলা থেকে এ দলটি সাপোর্ট করি। আশা করি আমরা কাতার বিশ্বকাপ মাতিয়ে তুলতে পারবো এবং বিশ্বকাপের ট্রফি মেসির হাতেই উঠবে।

সাইফুল উদ্দীন/জেএস/এমএস