শেরপুরের শ্রীবরদীতে বিএনপির অন্যতম অঙ্গসংগঠন জাতীয়তাবাদী তাঁতীদলের কর্মী সমাবেশ শেষে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় ৩টি ককটেল বিস্ফোরণ হয়। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় তাঁতীদলের ১৫ নেতাকর্মী আটক করা হয়েছে।
শুক্রবার (১৮ নভেম্বর) দিনগত রাত সাড়ে আটটার দিকে পৌর শহরের সাতানী শ্রীবরদী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শ্রীবরদী পৌর তাঁতীদল আয়োজিত কর্মী সমাবেশে যাওয়ার পথে এবং শেষ করে ফেরার পথে উগ্র ও রাষ্ট্রদ্রোহী বিভিন্ন স্লোগান ও উচ্ছৃঙ্খল আচরণ করে নেতাকর্মীরা। ফেরার পথে তাদের থামানোর চেষ্টা করলে পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। পরে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে তারা তিনটি ককটেল বিস্ফোরণ করলে তিন পুলিশ সদস্য আহত হয়।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জাগো নিউজকে বলেন, এ ঘটনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিত স্বাভাবিক করা হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। অভিযানের মাধ্যমে ১৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে।
আটকদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে ও পুলিশের ওপর হামলায় মামলা করা হচ্ছে বলে জানান তিনি।
ইমরান হাসান রাব্বী/এমকেআর