জাতীয়

এমএজি ওসমানীর ৩২তম মৃত্যুবার্ষিকী আজ

মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমএজি ওসমানীর ৩২তম মৃত্যুবার্ষিকী আজ। ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসার্থে লন্ডন থাকাকালীন ১৯৮৪ সালের ১৬ ফেব্রুয়ারি এমএজি ওসমানী মৃত্যুবরণ করেন। তাকে পূর্ণ সামরিক মর্যাদায় হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গনে সমাহিত করা হয়। ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘ওসমানী স্মৃতি পরিষদ’ কেন্দ্রীয় কমিটিসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন আলোচনা সভা, ফাতেহা পাঠ, মিলাদ-মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।১৯১৮ সালের ১ সেপ্টেম্বর সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর গ্রামের বাড়ি সিলেটের বালাগঞ্জ থানার (বর্তমানে ওসমানীনগর থানা) দয়ামীরে। বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ করে ওসমানী তৎকালীন সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৩৯ সালে তিনি রয়্যাল আর্মড ফোর্সে ক্যাডেট হিসেবে যোগ দেন। দেরাদুনে ব্রিটিশ-ভারতীয় মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ শেষে তিনি ১৯৪০ সালে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেন কমিশনড অফিসার হিসেবে। ১৯৪২ সালে মেজর পদে উন্নীত হন। ১৯৪২ সালে ওসমানী ছিলেন ব্রিটিশ সাম্রাজ্যের সর্বকনিষ্ঠ মেজর। ১৯৫৬ সালে তিনি কর্নেল পদমর্যাদা লাভ করেন এবং সেনাবাহিনীর হেডকোয়ার্টারের জেনারেল স্টাফ অ্যান্ড মিলিটারি অপারেশনের ডেপুটি ডিরেক্টরের দায়িত্ব পান। পাকিস্তান সেনাবাহিনী থেকে ১৯৬৭ সালের ১৬ ফেব্রুয়ারি অবসর গ্রহণ করেন।১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে ওসমানী সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন। একাত্তরের ১১ এপ্রিল মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ভাষণ দেন। ওই ভাষণে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর অবকাঠামো গঠনের কথা উল্লেখ করে এমএজি ওসমানীকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে ঘোষণা দেন। ১৯৭১ সালের ১৭ এপ্রিল গঠিত হয় মুজিবনগর সরকার, এমএজি ওসমানীকে করা হয় মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি।ওসমানী স্মৃতি পরিষদের কর্মসূচি:  বঙ্গবীর এমএজি ওসমানীর ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘ওসমানী স্মৃতি পরিষদ’ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়া জাতীয় জনতা পার্টির চেয়ারম্যান সাবেক এমপি নুরুল ইসলাম দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সোমবার হযরত শাহজালাল (রহ.) দরগা কবরস্থানে ওসমানীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।কর্মসূচির মধ্যে রয়েছে- বেলা ১১ টায় হযরত শাহজালাল মাজারে প্রয়াত বঙ্গবীর ওসমানীর কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল, দুপুর ১২ টায়  সিলেটের কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শোক র্যালি শহর প্রদক্ষিণ, সাড়ে ১২ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ‘বঙ্গবীর ওসমানী শীর্ষক স্মরণ সভা’ অনুষ্ঠিত হবে।ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানকে সফল করার জন্য সিলেটবাসী তথা দেশবাসীসহ সর্বস্তরের নাগরিকদের উপস্থিত থাকার জন্য সংগঠনের পক্ষ থেকে আহ্বান জানিয়েছেন আহ্বায়ক মাহমুদুর রহমান লায়েক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুনির্মল সেন, সদস্য সচিব প্রীতম চক্রবর্তী।      ছামির মাহমুদ/এসএস/এমএস