দেশজুড়ে

স্বামীর ১১দিন পর স্ত্রীর আত্মহত্যা

জামালপুরের সরিষাবাড়ীতে প্রেমের বিয়ে মেনে না নেওয়ায় স্বামীর আত্মহত্যার ১১দিন পর মোহসিনা শিফা (১৯) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শনিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মহাদান ইউনিয়নের বিলবালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মোহসিনা আক্তার শিফা ওই গ্রামের এমদাদুল হকের মেয়ে। তিনি সরিষাবাড়ী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।

স্থানীয় ও পরিবার সূত্র জানায়, দেড় বছর আগে মোহসিনা আক্তার শিফা পাশের বাড়ির প্রবাসী আনিছুর রহমান রসুলের ছেলে মনছুর হোসেনকে ভালোবেসে বিয়ে করেন। উভয়ের পরিবার তাদের বিয়ে মেনে না নেওয়ায় পারিবারিক টানাপোড়েন চলতে থাকে। একপর্যায়ে গত ৮ নভেম্বর (মঙ্গলবার) সকালে মনছুর হোসেন ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন।

এদিকে স্বামীর মৃত্যুর পর স্ত্রী মোহসিনা আক্তার শিফা মানসিকভাবে ভেঙে পড়েন। শনিবার বেলা ১১টার দিকে একই গ্রামের নানা আব্দুর রশিদের ঘরে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়নি।

মো. নাসিম উদ্দিন/আরএইচ/জেআইএম