দেশজুড়ে

রাজশাহীতে নসিমনের ধাক্কায় গৃহবধূ নিহত

রাজশাহীতে নসিমনের ধাক্কায় রিনা (২৩) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মতিহার থানার কিসমত কুখন্ডী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী নসিমনটিতে আগুন ধরিয়ে দিয়েছে। নিহত গৃহবধূ রিনা ওই এলাকার আসগরের স্ত্রী। এলাকাবাসী জানায়, আজ সকালের দিকে নিহত গৃহবধূ রিনা বাসা থেকে বাজারের দিকে যাচ্ছিল। এ সময় ইট বোঝাই দ্রুত গতির একটি নসিমন তাকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় নসিমনের চালক পালিয়ে যায়। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী নসিমনটিতে আগুন দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ব্যাপারে মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আশোক চৌহান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাতক নসিমনটি থানায় নিয়ে আসা হচ্ছে। নিহতের মরদেহ রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। নসিমনের চালককে আটকের চেষ্টা চলছে বলে জানান ওই কর্মকর্তা।শাহরিয়ার অনতু/এসএস/এমএস