হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে এই আয়াতদ্বয় পাঠ করে, তার সারাদিনের আমলের ত্রুটিসমূহ এর বরকতে দূর করে দেয়া হয়। আর যে ব্যক্তি সন্ধ্যায় এই আয়াতদ্বয় পাঠ করে, তার সারা রাতের আমলের ত্রুটিসমূহ এর বরকতে দূর করে দেয়া হয়। (আবু দাউদ ১০৮১, তাবারানি, তাফসিরে আহসানুল বয়ান)
সুরা রূমের ১৭-১৮নং আয়াত
فَسُبۡحٰنَ اللّٰهِ حِیۡنَ تُمۡسُوۡنَ وَ حِیۡنَ تُصۡبِحُوۡنَ وَ لَهُ الۡحَمۡدُ فِی السَّمٰوٰتِ وَ الۡاَرۡضِ وَ عَشِیًّا وَّ حِیۡنَ تُظۡهِرُوۡنَ
উচ্চারণ : ‘ফা সুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুছবিহুন। ওয়া লাহুল হামদু ফিসসামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়্যাও ওয়া হিনা তুজহিরূন।’
অর্থ : ‘অতএব তোমরা আল্লাহর তাসবিহ কর, যখন সন্ধ্যায় উপনীত হবে এবং সকালে উঠবে। আর বিকেলে ও জোহরের সময়ে; আর আসমান ও জমিনে সকল প্রশংসা একমাত্র তাঁরই।’ (সুরা রূম : আয়াত ১৭-১৮)
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সুরা রূমের ১৭-১৮নং আয়াত পড়ে নিজেদের আমলের ভুল-ত্রুটি দূর করার তাওফিক দান করুন। আমিন।
এমএমএস/জেআইএম