শেষ হতে চলছে অপেক্ষার প্রহর। আর আর মাত্র কয়েক ঘণ্টা পর পর্দা উঠবে কাতার বিশ্বকাপের। সারাদেশেই ব্রাজিল-আর্জেন্টিনার ভক্তদের উন্মাদনায় বিরাজ করছে উৎসবের আমেজ। তবে এরমধ্যে ব্যতিক্রম দেখা গেছে লক্ষ্মীপুরের একটি গ্রামে।
লক্ষ্মীপুরে নুর মোহাম্মদ নামে এক সংবাদকর্মী তার টিনসেট বসতঘরটি রাঙিয়েছেন প্রিয় দল সৌদি আরবের পতাকার রঙে। তার গ্রামে তিনিই একমাত্র সৌদি ভক্ত। তবে সৌদি পতাকার রঙে বসতঘর রাঙিয়ে প্রশংসা পাচ্ছেন নুর মোহাম্মদ।
নুর মোহাম্মদ সদর উপজেলার বাঙ্গাখাঁ গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক লাখো কণ্ঠের জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন।
তার বাড়িতে গিয়ে দেখা যায়, পাকা ভবন ও কয়েকটি টিনসেট ঘরের মাঝখানেই সবুজ আর সাদা রঙে রাঙানো নুর মোহাম্মদের ঘরটি। শুনশান নিরব বাড়িটি যেন তার ঘরের জন্য আলোকিত হয়ে উঠেছে। ঘরের সামনেই দুটি বাঁশের চুড়ায় ঝুলছিল প্রিয় দলের পতাকা। ঘরের প্রবেশ পথে আরও একটি পতাকা ঝুলতে দেখা যায়। শুধু তাই নয়, ঘরের সামনেই সৌদি ফুটবলারদের ছবি সংবলিত ব্যানার দেখা যায়। এতে নিজের ছবিরও রেখেছেন তিনি। ঘরের টিনগুলোকে সবুজ আর কাঠগুলো সাদা রঙে রাঙিয়ে তিনি সৌদি আরবের প্রতি ভালোবাসা ফুটিয়ে তুলেছেন।
নুর মোহাম্মদ বলেন, হযরত মুহাম্মদ (সঃ) আমাদের আইডল। তার জন্মভূমিকে আমি ভালোবাসি। এছাড়া দেশের রেমিটেন্স যোদ্ধাদের অধিকাংশ হচ্ছে সৌদি প্রবাসী। অর্থনৈতিক ভাবে বিভিন্নভাবে আমাদের দেশকে সহযোগিতা করছে সৌদি আরব। এজন্যই আমি সৌদি আরবের ফুটবল টিমের ভক্ত।
তিনি আরও জানান, প্রথমে তিনি বাংলাদেশকেই ভালোবাসেন। একদিন বাংলাদেশও বিশ্বকাপ খেলবে বলে তিনি আশাবাদী। তবে বর্তমানে তিনি একমাত্র সৌদি আরবকেই সমর্থন করছেন। দলটি ভালো খেলেই সামনে এগিয়ে যাবে। এবার বসতঘর সাজিয়ে অন্যদের বার্তা দিয়েছি। তারাও যেন প্রিয় দলটির সমর্থন করেন।
কাজল কায়েস/জেএস/এমএস