আসন্ন ইউপি নির্বাচনকে সমানে রেখে সাতক্ষীরায় যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত জেলার ৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে জামায়াতের তিন কর্মীসহ নাশকতাসহ বিভিন্ন মামলার ৪৩ জনকে গ্রেফতার করা হয়।জেলা পুলিশের তথ্য কর্মকর্তা (এসআই) কামাল হোসেন জাগো নিউজকে জানান, জামায়াতের তিন কর্মীসহ ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। এসএস/এমএস