বিগত বছরে ফুটবলে সেরা পারফর্মেন্স দেখানো খেলোয়াড়কে ফিফা ব্যালন ডি অর পুরস্কার দেয়া হয়ে থাকে। এটি এক ধরণের ফুটবল পদক, যা বিশ্ব ফুটবলের প্রধান সংগঠন ফিফা কর্তৃক পরিচালিত হয়।ঘরোয়া এবং আন্তর্জাতিক অঙ্গনে ফুটবলে দক্ষতা ও ক্রীড়ানৈপুণ্যতা প্রদর্শনের উপর ভিত্তি করে দেয়া একটি বাৎসরিক পুরস্কার। পুরস্কারটি দেওয়া হয় আন্তর্জাতিক দলের কোচ, ক্যাপ্টেন এবং বিশ্ব জোড়া সাংবাদিকদের ভোটের ওপর ভিত্তি করে।
২০১৪ সালের ব্যালন ডিঅরের পুরস্কারের জন্য সেরা খেলোয়াড়ের যে সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হয়েছে তাতে রয়েছে পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো, আর্জেন্টিনার লিওনেল মেসি এবং জার্মানির গোলকিপার নয়্যার। পুরস্কার প্রদানকারী কর্তৃপক্ষ ২৩ জন ফুটবলারের মধ্য থেকে সোমবার এই তিনজনের নাম চূড়ান্ত করেছেন।উল্লেখ্য, ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটি জিতে রেকর্ড গড়েছিলেন আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি।