গণমাধ্যম

বরিশালে মাহফুজ আনামের বিরুদ্ধে ২টি মামলা

ইংরেজি দৈনিক ডেইলি স্টার এর সম্পাদক মাহ্ফুজ আনামের বিরুদ্ধে ১০০ কোটি টাকা করে মোট ২০০ কোটি টাকার মানহানির অভিযোগে বরিশালে দুটি মামলা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে যুবলীগ নেতা আইনজীবী কাইয়ুম খান কায়সার এবং আরেক যুবলীগ আইনজীবী নেতা রফিকুল ইসলাম খোকন বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন।আদালতের বিচারক রফিকুল ইসলাম মামলা দুটির শুনানি শেষে আমলে নিয়ে আগামী ২০ ও ২৯ মার্চ মাহ্ফুজ আনামকে আদালতে সশরীরে হাজির হওয়ার জন্য সমন জারির নির্দেশ দিয়েছেন।মামলা দু’টির আরজিতে বলা হয়েছে, ১/১১ এর সময় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ডিজিএফআইয়ের সরবরাহ করা তথ্য যাচাই বাছাই না করে মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন করে ডেইলি স্টার। সম্প্রতি টেলিভিশনের একটি টক শোতে পত্রিকাটির সম্পাদক মাহ্ফুজ আনাম তা স্বীকার করেছেন। মিথ্যা ওই সংবাদের কারণে দলীয় নেত্রী শেখ হাসিনার মানহানি হওয়ায় ১০০ কোটি টাকা করে মোট ২০০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা দুটি করা হয়েছে।বরিশাল আদালতের সরকারি কৌসুলি (পিপি) মো. গিয়াস উদ্দিন কাবুল জানান, দণ্ডবিধির ৫০০, ৫০১, ৫০২ ও ৫০৫ ধারার অভিযোগ এনে মামলা দুটি করা হয়েছে। আদালত মাহ্ফুজ আনামের বিরুদ্ধে সমন জারি করেছেন। সাইফ আমীন/এসএস/এমএস