রাজধানীতে চলাচলরত অবৈধ যানবাহন জব্দ করতে অভিযানে নেমেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুর ১টা থেকে মগবাজার চৌরাস্থায় আদালত বসিয়ে অভিযান পরিচালনা করছে ডিএমপি।অভিযানের নেতৃত্ব দিচ্ছেন ঢাকা মহানগরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কুদ্দুস। জাগো নিউজকে তিনি জানান, সড়কে চলাচলরত কাগজপত্র বিহীন অবৈধ যানবাহন ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে।অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।এআর/আরএস/আরআইপি