দেশজুড়ে

বান্দরবানে সৎমাকে হত্যায় একজনের যাবজ্জীবন

বান্দরবানে সৎমাকে হত্যার দায়ে আলী আহাম্মদ (৫৪) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে, তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (২১ নভেম্বর) দুপুরে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূইয়া এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আলী আহাম্মদ লামা উপজেলার মেরা খোলা বেগুন ঝিরি এলাকার রওশন আলীর ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ইকবাল করিম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, রওশন আলী দুটি বিয়ে করেছিলেন। পরে সম্পত্তি ভাগ-বাটোয়ারা নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। ১৯৯৮ সালের ৩০ জুন মাতামুহুরি নদীতে পানি আনতে যান রওশন আলীর স্ত্রী ফাতেমা বেগম (৪০)। পানি নিয়ে ফেরার পথে আলী আহাম্মদ ধারালো দা দিয়ে তার ঘাড়ে কোপ মারেন। এতে ঘাড় থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।

এ সময় ঘটনাস্থল থেকে পালিয়ে যান আলী আহম্মদ। পরে স্থানীয়রা তাকে ধাওয়া করে মেরাখোলা স্কুল থেকে আটক করেন।

এ ঘটনায় নিহত ব্যক্তির ভায়রা মো. সিরাজ বাদী হয়ে লামা থানায় মামলা করেন। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে সোমবার আদালত এ রায় ঘোষণা করেন।

নয়ন চক্রবর্তী/এসআর/জিকেএস