আন্তর্জাতিক

পাঠানকোট হামলার সঙ্গে পাক-ভারত বৈঠকের সম্পর্ক নেই

পাকিস্তানে নব নিযুক্ত ভারতীয় হাইকমিশনার গৌতম বোম্বেওয়ালা বলেছেন, পাঠানকোটে বিমানঘাটিতে হামলা নিয়ে ইসলামাবাদের তদন্তের অগ্রগতির সঙ্গে পাক-ভারত আলোচনা পুনরায় শুরু হওয়ার কোনো সম্পর্ক নেই। রাজধানী ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এ কথা বলেন।দেশ দুটির পররাষ্ট্র সচিবদের বৈঠকের সঙ্গে পাঠানকোটে বিমানঘাটিতে হামলা নিয়ে ইসলামাবাদের তদন্তের কোনো সম্পর্ক আছে কিনা এমন প্রশ্ন করা হলে তিনি এ তথ্য জানান। গৌতম বোম্বেওয়ালা বলেন, উভয় দেশের পররাষ্ট্র সচিব এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা পরস্পরের সঙ্গে সম্পর্ক রাখছে। অবশ্য পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকের তারিখ এখনো ঠিক করা হয়নি। তিনি আরো বলেন, উপযুক্ত সময়ই এ বৈঠক অনুষ্ঠিত হবে। ডিসেম্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অপ্রত্যাশিত লাহোর সফরের পর জানুয়ারির মাঝামাঝিতে পাক-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু ২ জানুয়ারি ভারতের পাঠানকোট বিমান ঘাটিতে হামলাকে কেন্দ্র করে এ বৈঠক স্থগিত হয়ে যায়। হামলায় পাকিস্তানি সন্ত্রাসীগোষ্ঠী জড়িত বলে ভারতের দাবির পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছে পাকিস্তান। তবে এ কমিটি ভারতের অভিযোগের সত্যতা পায়নি।এসআইএস/এমএস