দেশজুড়ে

মানিকগঞ্জে বাবা-ছেলেকে জিম্মি করে ৭ লাখ টাকা ছিনতাই

মানিকগঞ্জের শিবালয়ে র‌্যাব পরিচয়ে বাবা-ছেলেকে জিম্মি করে সাত লাখ ৯৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

সোমবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার উলাইল ইউনিয়নের দশচিড়া কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ-নূর এ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

শিবালয় থানার উপ পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, কৃষক তোরাপ আলী (৫০) ও তার ছেলে রুবেল (২৮) স্থানীয় অগ্রণী ব্যাংক আরিচা ঘাট শাখা থেকে পাঁচ লাখ ৪৫ হাজার টাকা ও সোনালী ব্যাংক শিবালয় শাখা থেকে আড়াই লাখ টাকা উত্তোলন করেন। পরে মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি শিবালয় উপজেলার বিরাজপুরের দিকে যাচ্ছিলেন।

পথে উপজেলার উলাইল ইউনিয়নের টেপড়া-উলাইল সড়কের দশচিড়া কবরস্থানের সামনে সিলভার কালারের একটি প্রাইভেট তাদের গতিরোধ করে। এ সময় প্রাইভেটকারে থাকা চালকসহ চারজনের সবাই নিজেদের র‌্যাব সদস্য পরিচয় দেন। পরে তাদের কাছে গাঁজা (মাদক) আছে দাবি করে প্রাইভেটকারে তুলে নেন।

এসআই আমিনুল আরও জানান, তাদের কাছে ব্যাংক থেকে উত্তোলিত সাত লাখ ৯৫ হাজার টাকা হাতিয়ে নিয়ে ঢাকা-পাটুরিয়া সড়কের নবগ্রাম ফায়ার সার্ভিস অফিস এলাকায় ফেলে রেখে যান দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পুলিশকে খবর দেন। এ ঘটনায় ভুক্তভোগী তোরাপ আলী শিবালয় থানায় লিখিত অভিযোগ করেছেন।

এ বিষয়ে শিবালয় থানার ওসি শাহ-নূর এ আলম জানান, ঘটনার তদন্ত চলছে। সড়কপথের বিভিন্ন স্থানে থাকা ভিডিও ফুটেজ অনুসন্ধান করা হচ্ছে।

বি.এম খোরশেদ/এসআর/এমএস