বিনোদন

গ্র্যামিতে টেলর সুইফটের বাজিমাত

সংগীতের অস্কারখ্যাত গ্র্যামি অ্যাওয়ার্ডের ৫৮তম আসর গেল মঙ্গলবার রাতেই অনুষ্ঠিত হয়ে গেলো। লস এঞ্জেলসের স্টেবল সেন্টারে বসে তারকাদের মেলা। তবে সবাইকে হটিয়ে সবচেয়ে বেশিবার যাকে মঞ্চে হাঁটতে হয়েছে তিনি হলেন মার্কিন পপ তারকা টেলর সুইফট। এবারের গ্র্যামিতে সেরা অ্যালবাম, সেরা গায়িকা ও সেরা মিউজিক ভিডিও ক্যাটাগরিতে সর্বোচ্চ তিনটি পুরস্কাত জিতে নেন এই মার্কিন সুন্দরী। পুরো অনুষ্ঠান জুড়ে এতগুলো ক্যাটগরিতে পুরস্কার আর কারো ভাগ্যে জুটেনি। এ নিয়ে টানা দ্বিতীয়বার গ্র্যামিতে সেরা গায়িকার পুরস্কার জিতে নিলেন এ গায়িকা।এই অর্জনে বেশ উচ্ছ্বসিত টেলর সুইফট নিজেও। সেই উচ্ছ্বাস প্রকাশে জানালেন, তার এই পুরস্কার তিনি উৎসর্গ করেছেন তার দর্শকদের। আরএএইচ/এলএ