একুশে বইমেলা

বদ্বীপ প্রকাশনীর বিরুদ্ধে মামলা

ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে বই প্রকাশ করায় বদ্বীপ প্রকাশনীর বিরুদ্ধে মামলা করেছে শাহবাগ থানা পুলিশ।মঙ্গলবার দুপুরে শাহবাগ থানার এসআই মাসুদুর রহমান বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনের ৯৭ (২) ধারায় এই মামলাটি করেন। মামলার আসামিরা হলেন- বদ্বীপ প্রকাশনীর প্রকাশক শামসুজোহা মনির, শব্দকলি প্রিন্ট্রার্স`র স্বত্ত্বাধিকারী ফকির তসলিম ও শামসুজোহা মনির ভাই শামসু আলম।ডিএমপির ডিসি (মিডিয়া) মারুফ হোসেন সরদার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিদের আদালতে নেয়া হয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। উল্লেখ্য, একই অভিযোগে সোমবার বিকেলে বদ্বীপ প্রকাশনীর স্টলকে সিলগালা করে শাহবাগ থানা পুলিশ।এআর/জেএইচ/পিআর