দেশজুড়ে

বিএনপি নেতাসহ আসামি দেড় শতাধিক

নাটোর সদর উপজেলায় ককটেল বিস্ফোরণের ঘটনায় থানায় মামলা হয়েছে। এতে বিএনপির ২০ নেতাকর্মীর নামসহ দেড়শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

সোমবার (২১ নভেম্বর) রাতে পুলিশ বাদী হয়ে সদর থানায় মামলাটি করে। এ মালায় একজন বিএনপিকর্মীকে গ্রেফতার দেখানো হয়েছে।

পুলিশ জানা, সোমবার রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-থেকে উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া বাজার এলাকায় ককটেল বিস্ফোরণের কথা জানানো হয়। পুলিশ বাজারের পাশে আবদুর রাজ্জাক নামের এক ব্যক্তির নির্মাণাধীন চায়ের দোকানের পাশ থেকে আটটি ককটেল উদ্ধার করে।

স্থানীয়রা পুলিশকে জানান, কিছুক্ষণ আগে সেখানে পাঁচটি ককটেলের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক ওহাব মন্ডল নামের বিএনপির এক কর্মীকে আটক করে থানায় নিয়ে যায়।

নাটোর সদর থানার উপ পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম জাগো নিউজকে বলেন, ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত আটটি ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় সোমবার রাতেই একটি মামলা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ জাগো নিউজকে বলেন, ঘটনার পর বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। বোমা বিস্ফোরণের ঘটনায় আর কারা জড়িত, তা খুঁজে বের করার চেষ্টা চলছে।

রেজাউল করিম রেজা/এসজে/এমএস