রাজনীতি

৯ দিন পর নয়াপল্টনে ছাত্রদল নেতা আরেফিন

জাতীয়তাবাদী ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর ক্ষোভ-দুঃখ ভুলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসতে শুরু করেছেন পদবঞ্চিতরা। সোমবার ৩০ জন কেন্দ্রীয় ও ঢাবি শাখার নেতা কার্যালয়ে আসার পর আজ মঙ্গলবার এসেছেন বর্তমান কমিটির যুগ্ম-সম্পাদক বায়েজিদ আরেফিন ও তার অনুসারীরা।  প্রত্যক্ষদর্শীরা জানান, নিজ অনুসারীদের নিয়ে আজ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছিলেন বায়েজিদ আরেফিন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও হল কমিটিগুলোতে বায়েজিদ আরেফিনের অনুসারীদের জায়গা না হওয়ায় এতদিন তিনি কেন্দ্রীয়  কার্যালয়ে যাচ্ছিলেন না। তবে শীর্ষ নেতাদের আশ্বাসে আজ গেলেন তিনি। এদিকে কমিটির ঘোষণার পর আজও নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান অব্যাহত রেখেছেন নবগঠিত কমিটির নেতারা। গত সপ্তাহে পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর বিদ্রোহীরা কার্যালয়ে হামলার পর থেকে অবস্থান অব্যহত রেখেছেন তারা। এমএম/এনএফ/পিআর