তিনি বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। তার বসত বাংলার ওপারে। কিন্তু তারই কণ্ঠে গাওয়া বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে ‘যশোর রোড’ গানটি কোনোদিন ভুলবে না এপারের মানুষ। বলছি শিল্পী মৌসুমী ভৌমিকের কথা। দীর্ঘদিন পর বাংলাদেশে এসেছেন তিনি। গেল সোমবার রাতে সিলেটে কবি নজরুল মিলনায়তনে আয়োজন করা হয়েছিল শাহ আবদুল করিম জন্মশতবার্ষিকী উৎসব। সেখানে উপস্থিত হয়েছিলেন পশ্চিম বাংলার বিখ্যাত শিল্পী মৌসুমী ভৌমিক।উৎসবে তিনি প্রায় ৪৫ মিনিট করিমের গান ও সিলেট অঞ্চলের গান নিয়ে কথা বলেন। জানালেন দীর্ঘদিন ধরে সিলেট অঞ্চলের গান নিয়ে গবেষণা করার কথাও। সবশেষে অনুরোধে বক্তৃতার পাশাপাশি গানও গেয়ে শুনিয়েছেন উপস্থিতিদের। জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে শাহ আবদুল করিমের শিষ্য এবং এই অঞ্চলের বাউল ও লোকগানের শিল্পীরা করিমের গান পরিবেশন করেন।এর আগে আলোচনা পর্বে শাহ আবদুল করিম জন্মশতবর্ষ উদযাপন পর্ষদের আহবায়ক কবি শুভেন্দু ইমামের সভাপতিত্বে ও আবৃত্তিশিল্পী নাজমা পারভীনের পরিচালনায় বক্তব্য রাখেন ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ে সাবেক উপাচার্য ড. তপোধীর ভট্টাচার্য, সিলেট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ উদ্দিন, লেখিকা স্বপ্না ভট্টাচার্য, কবি তুষার কর, লেখক আনিসুল হক, বাউল তনয় শাহ নুর জালাল ও উৎসব কমিটির সদস্য সচিব সুমনকুমার দাশ।এলএ