দেশজুড়ে

খাগড়াছড়িতে শতাধিক এতিম শিশুকে বিজিবির কম্বল উপহার

সারাদেশের ন্যায় পাহাড়েরও বাড়ছে শীতের প্রকোপ। আর এ শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে থাকেন দরিদ্ররা। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এমন শতাধিক এতিম শিশুদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বিজিবির ৪০ ব্যাটালিয়নের পলাশপুর জোন।

বুধবার (২৩ নভেম্বর) দুপুরে মাটিরাঙ্গার পলাশপুর জোনের আওতাধীন পলাশপুর মিফতাহুল জান্নাহ মহিলা মাদরাসা ও হেফজখানার শতাধিক এতিম ও অসহায় শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণ করেন পলাশপুর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সোহেল আহমেদ।

এসময় তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি জনকল্যাণমুখী মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। তারই অংশ হিসেবে এ প্রতিষ্ঠানের শতাধিক এতিম শিশুর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ চলমান থাকবে।

এসময় পলাশপুর মিফতাহুল জান্নাহ মহিলা মাদরাসা ও এতিমখানা ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আলাউদ্দিন লিটন, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আলমগীর হোসেন, সাবেক কাউন্সিলর মোহাম্মদ মোস্তফা ও মাদরাসার পরিচালক হাফেজ মো. আব্দুল হাই উপস্থিত ছিলেন।

মুজিবুর রহমান ভুইয়া/এমআরআর/জেআইএম