জাতীয়

এমআইএসটিতে স্থাপত্য বিষয়ক সেমিনার

মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) স্থাপত্য সপ্তাহ-২০১৬ উপলক্ষে একটি সেমিনারের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার মিরপুর সেনানিবাসে এমআইএসটিতে এই সেমিনারের উদ্বোধন হয়। এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. আব্দুল কাদির অনুষ্ঠানের উদ্বোধন করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) গবেষণা কর্মকর্তা মুহাম্মদ শাহাদাৎ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেমিনারে ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি), হাউজ বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (এইচবিআরআই), গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইএবি-এর প্রেসিডেন্ট স্থপতি প্রফেসর আবু সাইদ এম আহমেদ সেমিনারে মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রধান স্থপতি কাজী গোলাম নাসির। ১৬ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত মূল অনুষ্ঠান এবং ২২ ফেব্রুয়ারি প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের ডিজাইন প্রতিযোগিতার মধ্য দিয়ে এই স্থাপত্য সপ্তাহ পালিত হবে। ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের প্রতিনিধিগণ এবং ছাত্র-ছাত্রীরা এই স্থাপত্য সপ্তাহে অংশগ্রহণ করছেন। এআর/একে/পিআর