দেশজুড়ে

মিরসরাই থেকে যোগ দেবেন ২৫ হাজার নেতাকর্মী

চট্টগ্রামে আওয়ামী লীগের মহাসমাবেশে মিরসরাই থেকে ২০ থেকে ২৫ হাজার নেতাকর্মী অংশ নিবেন।

বুধবার ( ২৩ নভেম্বর) উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ১০ কমিটির প্রতিনিধি সভায় এ তথ্য জানানো হয়। স্থানীয় করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় মাঠে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আইটি বিশেষজ্ঞ ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুব রহমান রুহেল।

মাহবুব রহমান রুহেল বলেন, ৪ ডিসেম্বর চট্টগ্রামের পলোগ্রাউন্ডে মহাসমাবেশ হবে স্মরণকালের বড় জনসমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের অনুরোধে তিনি প্রথম চট্টগ্রামে সমাবেশ দিয়ে শুরু করবেন। জনসমাবেশে মিরসরাই উপজেলার ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভা থেকে ২০ থেকে ২৫ হাজার লোকের সমাগম ঘটবে। আপনারা উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগের মাধ্যমে সমাবেশে যোগ দেবেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ বছরে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। গ্রাম থেকে শহর, সব জায়গায় তা দৃশ্যমান। বৈশ্বিক মন্দাকে পুঁজি করে বিএনপি-জামায়াত দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। উন্নয়ন করছে আওয়ামী লীগ। জনগণের কাছে ভোট চায় বিএনপি। তাদের ষড়যন্ত্রকে রুখতে আওয়ামী লীগের নেতৃত্বে সব অঙ্গ ও সহযোগী সংগঠনকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।

করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ সেলিমের উপস্থাপনায় বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সহ-সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপন, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এসএম আবুল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হোসেন, সদস্য নিজাম উদ্দিন, আফছার হোসেন চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্ল্যা মেম্বার, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, মহিউদ্দিন কিরণ, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন চৌধুরী, জামাল উদ্দিন ভূঁইয়া, অর্থ সম্পাদক শেখ আখতার হোসেন, ইউপি সদস্য আজাদ উদ্দিন, শফি আহমেদ, জামাল উদ্দিন সহ ইউনিয়ন ও ৯টি ওয়ার্ড আওয়ামী লীগ কমিটির নেতারা। সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক মেয়র নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ইমন, দপ্তর সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা।

জেএস/জেআইএম