খেলাধুলা

মিরাজকে সংবর্ধনা দিল ওয়ালটন

বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সের জন্য যুব ক্রিকেট দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে সংবর্ধনা দিয়েছে ওয়ালটন গ্রুপ। অনর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে টুর্নামেন্ট সেরার পুরস্কার জেতেন মিরাজ। এ কৃতিত্বেও জন্যই তাকে সংবর্ধনা দেয়া হয়। মিরাজ ওয়ালটন গ্রুপের ইয়ুথ এ্যাম্বাসেডর হিসেবেও কাজ করছেন। আজ মঙ্গলবার সকালে মতিঝিলে ওয়ালটনের কনফারেন্স হলে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ওয়ালটনের পক্ষ থেকে মিরাজকে একটি ক্রেস্ট, নতুন আসা ওয়ালটনের প্রিমো জেডএক্স-টু মিনি মোবাইল সেট এবং নগদ এক লাখ টাকার চেক প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের পলিসি ও হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের নির্বাহী পরিচালক এসএম জাহিদ হাসান, ক্রিয়েটিভ এ্যান্ড পাবলিকেশন বিভাগের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম, পিআর এ্যান্ড মিডিয়া বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর ফিরোজ আলম, ক্রিয়েটিভ এ্যান্ড পাবলিকেশন বিভাগের সহকারি পরিচালক মিলটন আহমেদ প্রমূখ। এসময় বক্তারা আশা প্রকাশ করেন, একদিন হয়তো মিরাজের হাত ধরেই বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা ঘরে তুলবে বাংলাদেশ। সংবর্ধনার জবাবে মিরাজ বলেন, ‘বাংলাদেশের ক্রীড়াঙ্গণে বিশেষ করে ক্রিকেটে অব্যাহতভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে ওয়ালটন। ওয়ালটনের কাছ থেকে সংবর্ধনা পেয়ে গর্ববোধ করছি। এটা আগামিতে আরো ভালো করার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।’আইএইচএস/পিআর