দেশজুড়ে

বরিশালে দুই ওষুধ প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন বাতিল

বরিশালে দুই ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের দুইটি রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। পাশাপাশি ওই দুটি ওষুধ নিম্নমানের হওয়ায়  প্রস্তুতকারী দুইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেয়া হয়েছে। ওষুধ প্রশাসন অধিদফতরের একটি সূত্র মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।সূত্র জানায়, মেসার্স কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেডের রেনিক্স ব্যাটলেট (রেনিটিডিন ইউএসপি ১৫০ মি গ্রা) এবং মেসার্স ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের ইন্দোফেনাক ১০০ এসআর ক্যাপসুল (ডাইক্লোফেনাক সোডিয়াম বিপি ১০০ মি গ্রাঃ) নামে দুই প্রতিষ্ঠানের ওষুধের উৎপাদন, মওজুদ, বিক্রয়, বিতরণ ও বিপণন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সূত্রটি আরো জানায়, মান নিয়ন্ত্রণহীন ওষুধ প্রস্তুত করায় সারাদেশে ১৯টি ওষুধ প্রস্তুত প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। তার মধ্যে রয়েছে বরিশালের কেমিস্ট ল্যাবরেটরিজ ও ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস।সাইফ আমীন/এআরএ/পিআর