রাজনীতি

বিএনপি এখন দেউলিয়া হওয়ার পথে : নাসিম

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আওয়ামী লীগ নয় বরং বিএনপিই এখন দেউলিয়ার হওয়ার পথে।মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ৭৪তম জন্মদিন ও  ড. এম এ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে গুণীজনদের পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ড. এম এ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।মির্জা ফখরুল ইসলামের উদ্দেশে নাসিম প্রশ্ন রাখেন, বিএনপির লক্ষ্য এবং উদ্দেশ্য কি? এটা এখনো পর্যন্ত ঠিক করতে পারেনি। জামায়াতকে ছাড়ার সাহস এখনো পর্যন্ত আপনাদের হয়নি। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আপনারা কথা বলতে পারেন না। এখন আবার শহীদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি করছেন, এই হলো আপনাদের দল।এভাবে বিএনপির সমালোচনা করে মন্ত্রী তার দল আওয়ামী লীগ প্রসঙ্গে বলেন, আওয়ামী লীগের লক্ষ্য স্থির এবং নির্ধারিত। মুক্তিযুদ্ধের প্রশ্নে কোন আপস আওয়ামী লীগ করতে জানে না, করেনি। আমরা অসাম্প্রদায়িক রাজনীতি করি। এতে বিন্দুমাত্র বিচ্যুতি ঘটেনি। আমরা শোষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেটা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল।বিএনপি নেত্রীর ভুলের কারণেই তার দল দুর্বল এবং দেউলিয়া হয়ে যাচ্ছে উল্লেখ করে নাসিম আরো বলেন, যে দলের কোনো আদর্শ নেই, লক্ষ্য নেই, যে দল দ্বিধা-দ্বন্দ্বে ভোগে তারা অন্য দলের সমালোচনা করে কীভাবে?নির্বাচন প্রসঙ্গে টেনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা গণতন্ত্র, নির্বাচনে বিশ্বাস করি। আমরা নির্বাচন করতে চাই, চাই নৌকার সাথে ধানের শীষের লড়াই হোক। যেমনটা হয়েছে পৌর নির্বাচনে। সামনে ইউপি নির্বাচনেও লড়াই দেখতে চাই।ফাউন্ডেশনের সভাপতি এ কে এম ফরিদুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ব্যারিস্টার এম আমীর উল ইসলাম, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান আলী জুলকার নাইন, ভাষা সৈনিক জসীম উদ্দিন আহমেদ, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য এস এম আনোয়ারা বেগম, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা  সংসদ পরিচালক প্রদীপ কুমার দত্ত, সংসদ সদস্য মতিন খসরু প্রমুখ।এএস/এনএফ/পিআর