দেশজুড়ে

ছাত্রলীগ নেতাকে মনোনয়ন না দেয়ায় হরতালের ডাক

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের চেয়াম্যান পদে নির্বাচনের জন্য উপজেলা ছাত্রলীগের সভাপতি অ্যাডভোকেট আবদুর রহমান জুয়েলকে মনোনয়ন না দেয়ায় বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে উপজেলা ছাত্রলীগ। এছাড়াও একই কারণে ছাত্রলীগ উপজেলা সদরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।জানা গেছে, পাথরঘাটা উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে সরকার দলীয় প্রার্থী মনোনয়নের জন্য নেতা-কর্মীদের ভোটের মাধ্যমে পাথরঘাটা মহাবিদ্যালয়ের হলরুমে প্রার্থী বাছাই করছিলেন সরকারদলীও দলটির নেতারা।সন্ধ্যা ৬টার দিকে ভোটগ্রহণ শেষে চরদুয়ানী ইউনিয়নের ৮০টি ভোটের মধ্যে মনোনয়নপ্রত্যাশী উপজেলা ছাত্রলীগের সভাপতি অ্যাডভোকেট আবদুর রহমান জুয়েল ৩৯টি ভোট ও চরদুয়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফিজ উদ্দিন আহম্মেদ ফিরোজ ৩৯টি ভোট পায়। এর মধ্যে উপজেলা ছাত্রলীগের সভাপতি অ্যাডভোকেট আবদুর রহমান জুয়েলের পাওয়া ৩৯টি ভোটের মধ্যথেকে যথাযথভাবে ভোট না দেয়ার কারণে দু’টি ভোট বাতিল করা হয়।এ কারণে চরদুয়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফিজ উদ্দিন আহম্মেদ ফিরোজ দুই ভোটের ব্যবধানে জয়লাভ করায় তাকে ওই ইনিয়নের নির্বাচনের জন্য সরকারদলীও প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়।এর প্রতিবাদে জুয়েলের সমর্থকরা পাথরঘাটা মহাবিদ্যালয়ের দু’টি দরজা ভাঙচুর করেন। পরে দফায় দফায় পাথরঘাটা পৌর শহরের শেখ রাসেল স্কয়ারে অগ্নিসংযোগ করেন কারা। পরে পাথরঘাটা প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা করা হয়।প্রতিবাদ সভায় জুয়েল বলেন, আমরা দু’জনই সমান ভোট পেয়েছি। তাই কারচুপি করে বাতিল ভোট গণনা করে হাফিজউদ্দিন আহম্মেদ ফিরোজকে বিজয়ী করা হয়েছে। এতে ছাত্রলীগের নেতা-কর্মীরা হতাশ হয়েছেন। এসময় তিনি এ ঘটনার প্রতিবাদে বুধবার পাথরথাটা পৌর শহরে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেন।ভোট কারচুপির অভিযোগ অস্বীকার করে হাফিজউদ্দিন আহম্মেদ ফিরোজ বলেন, আমি ৪১টি ভোট পেয়েছি, আর জুয়েল পেয়েছেন ৩৯টি ভোট। এখন দল কাকে মনোনয়ন দেবে?এ বিষয়ে পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বেলায়েত হোসেন বলেন, সাতটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তৃণমূল নেতাকর্মীদের ভোটের মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এর বিরোধিতা করে যারা হরতালের ডাক দিয়েছেন, তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী। তাই সাংগঠনিকভাবে আগামীকাল ছাত্রলীগের ডাকা এই হরতাল প্রতিহত করবে আওয়ামী লীগ।এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক জানান, পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।মো. সাইফুল ইসলাম মিরাজ/বিএ