দেশজুড়ে

ভাষাবিজ্ঞানী ড. এনামুল হকের মৃত্যুবার্ষিকী পালিত

প্রখ্যাত শিক্ষাবিদ, ভাষাবিজ্ঞানী ও বাংলা একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ড. মুহাম্মদ এনামুল হকের ৩৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার জন্মস্থান ফটিকছড়ির বখতপুর গ্রামে প্রতিষ্ঠিত ড. মুহাম্মদ এনামুল হক একাডেমি তার কবরে পুষ্পমাল্য অর্পণ, মিলাদ মাহফিল ও স্মরণসভার আয়োজন করে।স্মরণসভায় বক্তারা বলেছেন, ড. মুহাম্মদ এনামুল হক রচিত বঙ্গে সুফীর প্রভাব, আরাকান রাজ্য সভায় বাংলা সাহিত্য, মুসলিম বাংলা সাহিত্য রচনা ও কলকাতা বিশ্ববিদ্যালয় হতে ‘হিষ্টি অব সুফিইজম ইন বেঙ্গল’ শীর্ষক গবেষণাকর্মের মাধ্যমে বাংলা ভাষাকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন। তার মতো ভাষাবিজ্ঞানী ও গবেষককে স্মরণ করার মাধ্যমে আমরা নিজেকে গৌরবান্বিত বোধ করি।ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছৈয়দুল আলম সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সাবেক সভাপতি শামসুল আলম ডিলার, দাতা সদস্য তৌহিদুল আলম কাঞ্চন, ডা. এম এ মনসুর, অভিবাবক সদস্য নিজামুল মালেক, কামাল হোসেন মিন্টু, মাস্টার আলাউদ্দিন, মাস্টার অধির চৌধুরী, মাঈনুদ্দিন, মো. ইছহাক, নাছির উদ্দিন, পারভেজ মোশারফ, রাশেদুল ইসলাম সাব্বির, জান্নাতুন নাঈম, শিল্পী রানী নাথ, আছিফুল ইসলাম, প্রাক্তন ছাত্র নুরুল ইসলাম, মঈন উদ্দিন, কামাল পাশা, বর্তমান ছাত্র রমজান আলী, মোহাম্মদ মোস্তফা, নুরুল আমিন সামিউল ইসলাম প্রমুখ।জীবন মুছা/বিএ