ঢাকায় অনুষ্ঠিতব্য এশিয়া কাপ-২০১৬ এর টাইটেল স্পন্সর হয়েছে মাইক্রোম্যাক্স ইনফরমেটিক লিমিটেড। টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি মিডিয়া প্রাইভেট লিমিটেড ও মাইক্রোম্যাক্সের যৌথ চুক্তিতে এবারের আসরের নাম রাখা হয়েছে ‘মাইক্রোম্যাক্স টি-২০ এশিয়া কাপ ২০১৬’।এশিয়াকাপ বিশ্বের অন্যতম বৃহৎ ক্রিকেট টুর্নামেন্ট। প্রথমবারেরমত এবার এশিয়া কাপ অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সংস্করণে। এতে মূলত এশিয়ার চার শক্তিধর ক্রিকেট দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ প্রতিনিধিত্ব করে। অন্যতম সেরা এ আসরটি এবারও বাংলাদেশে অনুষ্ঠিত হবে। এগারোতম এ আসর আগামী ২৪ফেব্রুয়ারি ঢাকার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে পর্দা উঠবে। ৬ ফেব্রুয়ারি গ্র্যান্ড ফাইনালের মাধ্যমে এ আসরের পর্দা নামবে।তবে এর আগে ১৯ ফেব্রুয়ারি থেকে নারায়গঞ্জের ফতুল্লায় শুরু হয়ে যাবে সহযোগী চার দেশ নিয়ে বাছাই পর্ব। মূল পর্বে ওঠার লড়াইয়ে সহযোগী চার দেশ হচ্ছে আফগানিস্তান, হংকং, আরব আমিরাত এবং ওমান। বাছাই পর্বে শীর্ষে থাকা দল ও এশিয়ার চার টেস্ট দল মোট পাঁচ দল নিয়ে ২৪ ফেব্রুয়ারি থেকে মিরপুরে শুরু হবে মূল এশিয়া কাপের লড়াই।আরটি/আইএইচএস/এবিএস