নীলফামারীর জলঢাকায় ২০০ ইয়াবাসহ মো. সাজেদুল ইসলাম সাজু নামের এক মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
বুধবার (৩০ নভেম্বর) উপজেলার পৌরসভার বোতলাগাড়ী বাবুল্লাপাড়া অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে ১৫টি মাদক মামলা আদালতে বিচারাধীন। গ্রেফতার সাজু ওই এলাকার মো. মফেল উদ্দিন মাস্টারের ছেলে।
গোয়েন্দা পুলিশের এস আই মোহাম্মদ রেজানুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সাজু দীর্ঘদিন ধরে আমাদের নজরদারিতে ছিল। এরই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে ২০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়েছে।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবীর বলেন, সাজেদুল ইসলাম সাজুর নামে মামলা হয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আদালতে ১৫টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
জেএস/এএসএম