সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবারও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসইতে লেনদেন বেড়েছে। মোট লেনদেনের পরিমাণ ৩৭৩ কোটি ৫৬ লক্ষ ৬৬ হাজার ৭৫৩ টাকা। যা আগের দিনের চেয়ে ৩২ কোটি ৩ লাখ টাকা বেশি। মোট ৩০২টি কোম্পানির ৮ কোটি ৫৩ লক্ষ ১৫ হাজার ৬৪টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেনকৃত ৩০২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২২০টির, কমেছে ৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ারের।ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৬৪ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৩২ দশমিক ৮৯ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৩৮ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৩৭ দশমিক ৪৪ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ্ সূচক ২২ দশমিক ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫৪ দশমিক ২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো, গ্রামীণ ফোন, এবি ব্যাংক, স্কয়ার ফার্মা, কেয়া কসমেটিক্স, সামিট এলায়েন্স পোর্ট, যমুনা অয়েল, ওয়েস্টার্ন মেরিন, বেক্সিমকো ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট ও এমজেএল বিডি।দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, সোনালী আঁশ, স্ট্যান্ডার্ড সিরামিকস, হাক্কানী পাম্প, রিলায়েন্স ইন্সুঃ, প্রগতি ইন্সুঃ, স্টাইলক্র্যাফট, সিভিও পিআরএল, এপেক্স স্পিনিং, মেঘনা লাইফ ইন্সুঃ ও দেশ গার্মেন্ট।অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, নদার্ন জুট, কোহিনুর কেমিক্যাল, আইসিবি ইসলামিক, বিডি থাই, বিআইএফসি, ওয়েস্টার্ন মেরিন, এমবিএল ১ম মি. ফা., ফু-ওয়াং সিরামিকস, পপুলার ১ মি. ফা. ও আরএন স্পিনিং।