রাজধানীর মালিবাগের ১০৯/ডিআইটি রোডে আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সার্টিফিকেট উদ্ধারসহ দুজনকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলেন মাকসুদা আক্তার (২৮) ও সোহাগান জেরিন (২৬)। র্যাব-৩ এর এএসপি মোহাম্মদ রবিউল ইসলামের সহযোগিতায় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম এ অভিযান পরিচালনা করেন।বুধবার রাতে এএসপি মোহাম্মদ রবিউল ইসলাম জানান, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু অসাধু শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যক্তি জাল সার্টিফিকেট তৈরি ও সেগুলো তাদের নামমাত্র প্রতিষ্ঠানের কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানের নামে বিক্রি করছে।র্যাব-৩ এর গোয়েন্দা দল এমন প্রতারক চক্রকে আইনের আওতায় আনতে গোপন তথ্য সংগ্রহ করে আসছিল। সংগৃহীত তথ্যের ভিত্তিতে বুধবার রাতে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম মালিবাগের ১০৯/ডিআইটি রোডে আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটিতে অভিযান পরিচালনা করেন।অভিযানকালে বিপুল পরিমাণ বিবিএ, এমবিএ, এলএলবি, ইঞ্জিনিয়ারিং, ফ্যাশন ডিজাইনসহ বিভিন্ন বিষয়ের অনার্স, মাস্টার্স-এর সার্টিকেট উদ্ধার করা হয়। এসময় মাকসুদা আক্তার ও সোহাগান জেরিনকে আটক করা হয়।পরবর্তীতে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে উক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আদিলের পূর্ব গোড়ানের ১১৩নং বাসার ৪র্থতলায় অভিযান পরিচালনা করে জাল সার্টিফিকেট তৈরির সরঞ্জামাদি ১টি কম্পিউটার, ১টি প্রিন্টার এবং বেশ কিছু রেজিস্ট্রার উদ্ধার করে তারা।এ ঘটনার পর ইউনিভার্সিটির চেয়ারম্যান প্রফেসর সরদার মজিবর রহমান এবং তার সহযোগী আদিল পলাতক রয়েছেন। জাল সার্টিফিকেট তৈরি এবং বিক্রির দায়ে গ্রেফতারকৃত ও পলাতকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এএসপি মোহাম্মদ রবিউল ইসলাম।জেইউ/বিএ