আন্তর্জাতিক

অস্ট্রিয়ায় শরণার্থীদের জন্য দৈনিক কোটা আরোপ

অস্ট্রিয়ায় দৈনিক রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের একটি কোটা এবং দেশটির উপর দিয়ে অতিক্রম করা অভিবাসীদের সংখ্যার উপর একটি সীমারেখা আরোপ করা হচ্ছে। খবর বিবিসির।এ অনুযায়ী শুক্রবার থেকে দৈনিক মোট ৮০ জন আশ্রয় প্রত্যাশীর আবেদন গ্রহণ করা হবে। আর দেশটির উপর দিয়ে একদিনে ৩ হাজার দুইশ’র বেশি অভিবাসী উত্তর ইউরোপের দিকে যেতে পারবে না।অনেক শরণার্থী ও অভিবাসীর কাছেই, অস্ট্রিয়া হচ্ছে জার্মানির প্রবেশ দরজা। কিন্তু গত বছর ছোট্ট এই দেশটিকেও ৯০ হাজার শরণার্থীকে আশ্রয় দিতে হয়েছে, যা দেশটির মোট জনসংখ্যার শতকরা এক ভাগ।এদিকে, পার্শ্ববর্তী স্লোভেনিয়া অন্যান্য বলকান দেশও অভিবাসী বিরোধী কঠিন ব্যবস্থা নিতে যাচ্ছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কিছু ইউরোপীয় ইউনিয়নভূক্ত দেশ এরই মধ্যে সীমান্তে সাময়িক কড়াকড়ি আরোপ করেছে বলেও জানা যাচ্ছে।আবহাওয়ার একটু উন্নতি দেখা দেয়ায় আসছে মাসগুলোতে অভিবাসীর স্রোত তীব্রতর হবে বলে ধারণা রয়েছে। আজ (বৃহস্পতিবার) ব্রাসেলসে অনুষ্ঠিতব্য এক সম্মেলনে এই অভিবাসী সংকটকেই সবচেয়ে প্রাধান্য দিয়ে আলোচনা হবে বলে জানা যাচ্ছে।শেঙ্গেন চুক্তি বলে পরিচিত ২৬টি ইউরোপীয় দেশের মধ্যে পাসপোর্ট ও ভিসামুক্ত যে ব্যবস্থা রয়েছে তার ভবিষ্যৎ নিয়েও এই সম্মেলনে বিতর্ক হবে বলে আশা করা হচ্ছে।জেএইচ/আরআইপি