একুশে বইমেলা

বইমেলায় আয়কর তথ্য সেবা দিচ্ছে ‘গোল্ডেন বাংলাদেশ’

বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলায় আগত দশনার্থীদের বিনামূল্যে আয়কর তথ্য সেবা দিচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান ‘গোল্ডেন বাংলাদেশ’। তথ্য সেবার পাশাপাশি প্রকাশনা, ওয়েবসাইট (www.goldenbusinessbd.com) এবং ২৪ ঘণ্টা কল সেন্টারের মাধ্যমে আয়কর ও ব্যবসা সম্পর্কীয় সকল তথ্য সেবা সহায়তা প্রদান করছে প্রতিষ্ঠানটি।দেশ ও সমাজের প্রতি দায়িত্বপালনের জন্য জনসচেতনতা বৃদ্ধিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে যুব সমাজের মাঝে দেশপ্রেম জাগ্রত করার জন্য বইমেলায় ব্যতিক্রমধর্মী কিছু সৃজনশীল কর্মকাণ্ড পরিচালনা করছে গোল্ডেন বাংলাদেশ। ‘দেশের জন্য ১০ মিনিট’ স্লোগান এবং সমাজ বিনষ্টকারী কার্যক্রম সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে ‘সমাজ বৃক্ষ’ নামক পোস্টার নিয়ে সমাজের অবক্ষয়ের চিত্র বৃক্ষের মাধ্যমে তুলে ধরেছেন তারা। তাদের এ ‘সমাজ বৃক্ষ’ পোস্টার দেখে অভিভূত হচ্ছেন মেলায় আগত দর্শকরা।গোল্ডেন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর আলম জাগো নিউজকে বলেন, দেশের মানুষকে আয়কর সম্পর্কে নির্ভুল ও সঠিক ধারণা দেয়ার জন্যই আমরা বইমেলায় স্টল দিয়েছি। আমাদের উদ্দেশ্য মানুষকে সচেতন করা।তিনি বলেন, গোল্ডেন বাংলাদেশ প্রতিষ্ঠালগ্ন থেকেই স্বেচ্ছাসেবক তৈরির মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার কাজে আত্মনিয়োগ করেছে। একটি স্বেচ্ছাসেবি সংগঠন যার মাধ্যমে দেশের মানুষের মধ্যে যেমন ভ্রাতৃত্ববোধ তৈরি হবে তেমনিভাবে তথ্যপ্রযুক্তির ধারায় বাংলাদেশ এগিয়ে যাবে আগামীর পথে এমনটিই গোল্ডেন বাংলাদেশের প্রত্যয়।উল্লেখ্য, গোল্ডেন বাংলাদেশের প্রকাশনা বিভাগের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বইমেলায় তাদের বেশ কিছু বই প্রকাশিত হয়েছে। তাদের নিজস্ব স্টলে বইগুলো পাওয়া যাচ্ছে।এআরএস/আরআইপি