আন্তর্জাতিক

তুরস্কে বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২৮

তুরস্কের রাজধানী আঙ্কারায় এক গাড়িবোমা বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে। এতে কমপক্ষে ৬১ জন আহত হয়েছেন। খবর বিবিসির।বুধবার (বাংলাদেশ সময় বুধবার রাত সাড়ে ১০টা দিকে) তুরস্কের সংসদ ভবনের কাছে সামরিক বাহিনীর একটি হাউজিং কমপ্লেক্সের কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তুরস্কের উপ প্রধানমন্ত্রী ও সরকারের মুখপাত্র নুমান কুরতুলমুস জানিয়েছেন, বিস্ফোরণে আহত ৬১ জনকে রাজধানীর ১৪টি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে প্রাথমিকভাবে তিনি বিস্ফোরণে হতাহতদের সঠিক সংখ্যা জানাতে পারেননি। পরে অবশ্য তিনি জানান, বিস্ফোরণে অন্তত ২৮ জন নিহত হয়েছে। এর আগে, তুর্কি স্বাস্থ্যমন্ত্রী মেহমেত মুয়েজিনওগ্লু ২০-২১ জন নিহত হওয়ার কথা বলেছিলেন। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আঙ্কারায় সেনাসদর এবং পার্লামেন্টের কাছাকাছি ওই শক্তিশালী বিস্ফোরণের পর ঘটনাস্থল ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। প্রচণ্ড আওয়াজ শুনে নগরবাসী ঘর ছেড়ে বারান্দায় বেরিয়ে আসে। সেনাবাহিনী জানায়, একটি সড়কের সংযোগস্থলে সেনাবাহিনীর গাড়িবহর ট্রাফিক সিগন্যালে অপেক্ষা করছিল। এ সময় ওই হামলা চালানো হয়। তুর্কি প্রধানমন্ত্রী আহমেত দাভুতগলু হামলার পর তার নির্ধারিত ব্রাসেলস সফর বাতিল করেছেন। উপ-প্রধানমন্ত্রী বেকির বোজদাগ এবং ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) মুখপাত্র ওমর জেলিক আঙ্কারায় হামলাকে ‘সন্ত্রাসবাদী কাজ’ বলেছেন।জেএইচ/আরআইপি