মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীতে সাড়ে ছয় হাজার পুলিশ মোতায়েন করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলা একাডেমির বইমেলায় দায়িত্বে থাকবে তারা। সম্প্রতি শহীদ দিবস উদযাপন উপলক্ষে ডিএমপির নিরাপত্তা পরিকল্পনায় এসব উঠে আসে। এদিন সবার নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলা একাডেমির বই মেলাসহ পুরো এলাকায় আলকিসজ্জা আরো বৃদ্ধি করা হবে। পুরো এলাকা ক্লোস সার্কিট (সিসি) টিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারিতে রাখবে পুলিশ। এছাড়াও শহীদ মিনারের প্রবেশ মুখে আর্চওয়ে গেট, চেকপোস্ট, মেটাল ডিটেক্টর সার্চ ব্যবস্থা থাকবে। পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে র্যা বের স্ট্রাইকিং ফোর্স এবং ডগ স্কোয়াডও নিরাপত্তায় কাজ করবে। ২১শে ফেব্রুয়ারি শুরুর আগেই আগাম তথ্য সংগ্রহ করার জন্য বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলো ইতোমধ্যে নজরদারি শুরু করেছে। শহীদ মিনারের আশপাশের জগন্নাথ হল, চাঙ্খারপুল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পলাশী, আজিমপুর কবরস্থানসহ পুরো এলাকায় নির্ধারিত পোশাক ও সাদা পোশাকে অবস্থান করছে তারা। এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মারুফ হোসেন সরদার বলেন, একুশে ফেব্রুয়ারির দিন সবার নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। এদিন শহীদ মিনারে আসা ভিভিআইপি, ভিআইপিসহ অতিথিদের নিরাপত্তায়ও রয়েছে বিশেষ ব্যবস্থা। একুশে ফেব্রুয়ারির দিন নগরীর যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনা করতে রোডম্যাপ তৈরি করেছে ডিএমপি। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে এই রোডম্যাপ জানানো হবে সবাইকে। এআর/এমজেড/আরআইপি