নভেম্বর মাসে প্রবাসী আয় বেড়েছে। নভেম্বর মাসে প্রবাসীরা মোট ১১৫ কোটি ২৩ লাখ ডলার দেশে পাঠিয়েছেন। যা গত অক্টোবর মাস থেকে প্রায় ১৪ কোটি ডলার বেশি এবং গত অর্থ বছরের একই সময়ের তুলনায় প্রায় ৯ কোটি ডলার বেশি। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ তথ্য জানা গেছে। |সূত্র জানায়, গত অক্টোবর মাসে প্রবাসীরা মোট ১০১ কোটি ডলার দেশে পাঠান। আর ২০১৩-১৪ অর্থ বছরের নভেম্বর মাসে পাঠান ১০৬ কোটি ডলার।