সাতক্ষীরা জেলাব্যাপি অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৬ নেতা-কর্মীসহ বিভিন্ন মামলার ৫১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত জেলার ৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে দেবহাটা উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম ও জামায়াতের ৫ কর্মীসহ নিয়মিত মামলার ৪৬ জন আসামি রয়েছে।জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জাগো নিউজকে জানান, অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মীসহ ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় নাশকতার পরিকল্পনাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।এসএস/আরআইপি