আঙ্কারায় শক্তিশালী বিস্ফোরণে ২৮ জন নিহত ও ৬১ জন আহত হওয়ার ঘটনায় সমুচিত জবাব দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, যে কোনো সময়, যে কোনো স্থানে তুরস্ক নিজেকে রক্ষার জন্য কোনো পদক্ষেপ নিতে পিছুপা হবে না। খবর বিবিসির।কর্মকর্তারা জানান, বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার দিকে তুরস্কের সংসদ ভবনের কাছে সামরিক বাহিনীর একটি হাউজিং কমপ্লেক্সের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ২৮ জন নিহত ও ৬১ জন আহত হয়। বৃহস্পতিবার আরো পরের দিকে নিহতদের দাফন সম্পন্ন হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। ওই হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। যুক্তরাষ্ট্রসহ ন্যাটো ও পশ্চিমা মিত্ররা এ হামলার নিন্দা জানিয়েছে। এদিকে, জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র নেড প্রাইস বলেন, আমরা তুরস্কের পাশে রয়েছি।সেনাবাহিনীর প্রধান কার্যালয় ও সংসদ ভবনের পাশে এই বিস্ফোরণে হতাহতদের মধ্যে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক রয়েছেন। তুর্কি প্রধানমন্ত্রী আহমেত দাভুতগলু হামলার পর তার নির্ধারিত ব্রাসেলস সফর বাতিল করেছেন। এসআইএস/আরআইপি