অমর একুশে বইমেলা ২০১৬ তে প্রকাশ হয়েছে সাফি উল্লাহ্’র গল্পগ্রন্থ ‘সাত নম্বর বাস’। বইটি প্রকাশ করেছে আদর্শ প্রকাশনী। এটি লেখকের প্রথম প্রকাশিত বই। প্রচ্ছদ করেছেন প্রান্ত ঘোষ দস্তিদার। মেলার ৫৭৫-৫৭৬ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। মূল্য ১৫০টাকা।বইটি সম্পর্কে লেখক বলেন, `প্রতিকূল পরিবেশে বাঁচার জন্য সংগ্রামমুখর মানুষদের দৃষ্টিতে ঢাকা কেমন, আধুনিক ঢাকার প্রত্যাহিক জীবনে কী ধরণের সংকটের মুখোমুখি হতে হয় এসব বিষয় নিয়ে বইয়ের গল্পগুলো সাজানো হয়েছে।` বইটি সম্পর্কে ইংরেজী বিভাগের অধ্যাপক ও খ্যাতিমান অনুবাদক ফখরুল আলম বলেন, `বইটির গল্পগুলো শহুরে যুবকদের পৃথিবীকে উন্মোচন করেছে। দৈনন্দিন জীবনকে খুব কাছ থেকে দেখে তরুণদের নাগরিক জীবনের অনিশ্চয়তা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে সাফি উল্লাহ্।`গল্পকার সাফি উল্লাহ্ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অধ্যয়নরত। তিনি সাহিত্যের ছোট কাগজ `চোখ`- এর সম্পাদনার সাথে যুক্ত রয়েছেন।এইচএন/পিআর