আন্তর্জাতিক

সৌদিতে দুই ইয়েমেনির শিরশ্ছেদ

মাদক চোরাচালানের দায়ে সৌদি আরবে ইয়েমেনের দুই নাগরিকের শিরশ্ছেদ করা হয়েছে। বুধবার   ওই দুই ইয়েমেনির শিরশ্ছেদ করা হয়েছে। তারা হাশিস চোরাচালানের চেষ্টা চালানোর জন্য দোষী সাব্যস্ত হয়েছিল। দেশটিতে এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ৬২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আহমেদ মুবারাক ও সালাম আল জামালিকে দক্ষিণাঞ্চলীয় জাযান নগরীতে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ধারালো তরবারি দিয়ে শিরশ্ছেদের মাধ্যমে সৌদি আরবে বেশিরভাগ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এর আগে ২ জানুয়ারি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত অভিযোগে ৪৭ জনের শিরশ্ছেদ করে সৌদি সরকার। ২০১৫ সালে সৌদি আরবে ১৫৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তারা বেশিরভাগই মাদক চোরাচালান ও খুনের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিল। এসআইএস/পিআর