দেশজুড়ে

কাশিমপুর থানা ভবনের জন্য ১০ কোটি টাকার জমি দিলেন ব্যবসায়ী

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কাশিমপুর থানা স্থাপনের জন্য প্রায় ১০ কোটি টাকা মূল্যের ৫৯ শতাংশ জমি বিনামূল্যে দান করেছেন মাহবুব গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মালিক মাহবুবুর রহমান। তিনি মঙ্গলবার (৬ ডিসেম্বর) বাংলাদেশ পুলিশের অনুকূলে সাফ কবলা দলিল রেজিস্ট্রেশন করে দেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট) মো. মিজানুর রহমান জানান, ২০১৮ সালে আটটি থানা নিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যাত্রা শুরু হলেও এর মধ্যে ছয়টি থানার কার্যক্রমই চলছে ভাড়া করা ভবনে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম যোগদান করার পরপরই নিজস্ব ভবনে জিএমপির অফিস পরিচালনার দিকনির্দেশনা দেন।

তার নির্দেশনার পর গাজীপুর মহানগরীর কাশিমপুর থানা এলাকার বাসিন্দা শিল্পপতি মো. মাহবুবুর রহমানের কাছে থানা ভবন করার জন্য ৭৫ শতাংশ জমি দান করার অনুরোধ করা হয়। পরে মঙ্গলবার ৫৯ শতাংশ জমি ওই থানার জন্য বাংলাদেশ পুলিশের অনুকূলে সাফ কবলা দলিলমূলে রেজিস্ট্রেশন করে দেন তিনি।

এ বিষয়ে শিল্পপতি মো. মাহবুবুর রহমান জানান, এলাকার আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তার উন্নতির লক্ষ্যে জনস্বার্থে সার্বিক কল্যাণে তিনি ব্যক্তি মালিকানাধীন সম্পত্তির ৫৯ শতাংশ জমি কাশিমপুর থানার নিজস্ব ভবন ও মা উম্মে কুলসুম মসজিদ কমপ্লেক্সসহ অন্যান্য স্থাপনা নির্মাণের জন্য বাংলাদেশ পুলিশের অনুকূলে দান করেন।

মো. আমিনুল ইসলাম/এমআরআর/জিকেএস