ঝিনাইদহে বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলেন আকিমুল ইসলাম নামে এক ব্যক্তি। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে মহেশপুরের সেজিয়া গ্রামের এক গম ক্ষেত থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।পরিবার সূত্রে জানা গেছে, পাঁচ দিন আগে আকিমুল বেড়াতে যাবার পর আর বাড়ি ফিরেনি।পুলিশ জানায়, খবর পেয়ে বেলা ১২টার দিকে সেজিয়া গ্রামের এক গম ক্ষেত থেকে আকিমুলের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এফএ/এআরএ/এবিএস