সাভারে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন। বৃহস্পতিবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভার ক্যান্টনমেন্ট বীরশেষ্ট্র শহিদ মুন্সী আব্দুর রউফ গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, সকালে আশুলিয়ার নবীবনগর থেকে সৈকত পরিবহনের একটি যাত্রীবাহী লেগুনা উত্তরার আব্দুল্লাহপুর যাওয়ার পথে সাভার ক্যান্টনমেন্ট বীরশেষ্ট্র শহিদ মুন্সী আব্দুর রউফ গেটের সামনে পৌঁছালে একটি ট্রাক চাপা দেয়। এতে লেগুনার ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে খাদিজা (২৫) নামের এক নারীর মৃত্যু হয়। আহতদের মধ্যে দুই শিশুসহ পাঁচ জনের অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসকরা। নিহতের বাড়ি সাভারের ইমান্দিপুর বলে জানান মহসিনুল কাদির।আল-মামুন/এসকেডি/পিআর