খেলাধুলা

দুই বিদেশি লিগে শুভ সূচনা এনে দিলেন মোহামেডানকে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের শুরতেই এলোমেলো সবকিছু। বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস জয়ে শুরু করলেও সাবেক চ্যাম্পিয়ন আবাহনী ও শেখ জামালের শুরুটা হয়েছে ড্রয়ে। আরেক সাবেক চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়া চক্রতো প্রথম ম্যাচে হেরেই বসেছে।

জায়ান্টদের হোঁচটে শুরুর লিগে এখনো শিরোপা না জেতা মোহামেডান অবশ্য জয়েই লিগটা শুরু করতে পেরেছে।

স্বাধীনতা কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া সাদা-কালোদের বাংলাদেশ প্রিমিয়ার লিগে শুভ সূচনা এনে দিয়েছেন তাদের দুই বিদেশি। শনিবার কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডান নিজেদের প্রথম ম্যাচে ২-০ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে।

মালির ফরোয়ার্ড অধিনায়ক সোলেমান দিয়াবাতে ও স্প্যানিশ ফরোয়ার্ড ড্যানিয়েল রিকার্ডো ফেবলেস গোল করে নতুন মৌসুমের প্রিমিয়ার লিগে শুভযাত্রা এনে দেন দলকে।

ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। একের পর এক আক্রমণ করেও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের গোলমুখ খুলতে পারছিল না মোহামেডান। অবশেষে ৫০ মিনিটে প্রতিপক্ষের জালের খোঁজ পায় সফিকুল ইসলাম মানিকের দল। ড্যানিয়েল রিকার্ডো ফেবলেস গোল করে লিড এনে দেন মোহামেডানকে।

ম্যাচটি ১-০ গোলেই জিততে ছিল মোহামেডান। তবে শেষ মুহূর্তে পেনাল্টি পেয়ে যায় তারা। সোলেমান দিয়াবাতে কোন ভুল করেননি। স্পট কিকে মোহামেডানের জয়ের ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক।

আরআই/আইএইচএস/