রাজনীতি

সর্বস্তরে বাংলা ব্যবহারের আহ্বান মাওলানা আবদুর রকীবের

সর্বস্তরে বাংলা ভাষাকে ব্যবহারের আহ্বান জানিয়েছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা আবদুর রকীব। বৃহস্পতিবার দলটির কেন্দ্রীয় অফিসে রাষ্ট্রভাষা উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।মাওলানা আবদুর রকীব বলেন, বাংলা ভাষাকে রক্ষার জন্য বাংলার মানুষ যে প্রাণান্তকর জিহাদে লিপ্ত হয়েছিলেন তারই ফলে তৎকালীন পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা বাংলা অন্যতম রাষ্ট্র ভাষা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি বলেন, তৎকালীন পাকিস্তানের একটি প্রদেশেরও মাতৃভাষা উর্দু ছিল না। কিন্তু পাকিস্তানের নির্বোধ সরকার সেই উর্দু ভাষাকে সংখ্যাগরিষ্ঠ বাংলা ভাষাভাষী মানুষের উপর চাপিয়ে দিয়ে একটা মহা জুলুম করতে চেয়েছিল। সেই জুলুমের বিরুদ্ধে জিহাদের বিজয়ের ফসল হচ্ছে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’। তিনি বলেন, আমাদের উচিৎ এই ভাষাকে বিজ্ঞানময় কোরআনের সত্য, সুন্দর, কল্যাণ ও মানবতার শিক্ষায় ও সাহিত্যে সমৃদ্ধ করা। ছাত্র ঐক্যের নেতা ইসলামী ছাত্র সমাজের সভাপতি মো. ইলিয়াছ আতহারী সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের ভাইস মহাসচিব আধ্যাপক মাও. আবদুল করিম খান, যুগ্ম মহাসচিব ও ইসলামী ছাত্র সমাজের সাবেক সভাপতি মাও. আবদুল মাজেদ আতহারি প্রমুখ।এএম/এসকেডি/পিআর