দেশজুড়ে

সরিষাবাড়ী হানাদারমুক্ত দিবস আজ

সরিষাবাড়ী হানাদারমুক্ত দিবস আজ (১২ ডিসেম্বর)। ১৯৭১ সালের এই দিনে জামালপুর মহকুমার সরিষাবাড়ী থানা হানাদার মুক্ত হয়।

১৯৭১ এর ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হলেও সরিষাবাড়ী থানা শত্রু মুক্ত হয় বিজয় দিবসের ৪ দিন আগেই। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের মধ্য দিয়ে এ দেশ স্বাধীন করতে সারা দেশের মতো সরিষাবাড়ীর ৭৪৪ জন দামাল ছেলে একযুগে মাতৃভূমি রক্ষায় সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন।

১১ ডিসেম্বর দুই শতাধিক পাক হানাদার রাজাকার ও আলবদর বাহিনীর সহায়তায় জগনাথগঞ্জ ঘাটে অবস্থান নেয়। এ সংবাদে রাতেই নাজিম বাহিনী, আনিস বাহিনী, রশিদ বাহিনী, লুৎফর বাহিনী ও ফজলু বাহিনী মিত্র বাহিনীর সহায়তায় যৌথ অভিযান চালান।

পিংনার বারইপটল ফুলদহ পাড়ায় পাকবাহিনীর গুলিতে ১১জন মুক্তিযোদ্ধা ও নিরীহ মুক্তিকামীসহ ৪২জন শহীদ হন। সারারাতের প্রচেষ্টায় মিত্র বাহিনীর সহায়তায় মুক্তিযোদ্ধারা ১২ ডিসেম্বর ভোরে পাক সেনাদের পাকড়াও করতে সক্ষম হন।

এরপর সকালে তৎকালীন প্রাদেশিক পরিষদ সদস্য, মুজিবনগর সরকারের অর্থ কমিটির সদস্য এবং মাহেন্দ্রগঞ্জ বাংলাদেশ-ভারত যৌথ শরণার্থী শিবিরের সভাপতি আলহাজ আব্দুল মালেক সরিষাবাড়ী থানাকে শত্রুমুক্ত ঘোষণা করে ঐতিহাসিক গৌরিশংকর মাঠ (গণময়দানে) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা সরণীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভাসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হবে।

নাসিম উদ্দীন/জেএস/জেআইএম