দেশজুড়ে

পরিবারের সঙ্গে রাগারাগি, সেচ পাম্পের ঘরে মিললো মরদেহ

জামালপুরের মেলান্দহে আবু সাঈদ (১৭) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১১ ডিসেম্বর) দিনগত রাতে ফুলকোচা ইউনিয়নের রাজাপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

আবু সাঈদ ওই এলাকার রবিউল ইসলামের ছেলে। সে এবছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, রোববার সকালে পরিবারের সঙ্গে রাগারাগি করে বাড়ি থেকে বের হয়ে যায় আবু সাঈদ। পরে তাকে সারাদিন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয়। একপর্যায়ে সন্ধ্যা ৭টার দিকে রাজাপুর এলাকায় নিজেদের সেচ পাম্পের মোটরঘরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ওই কিশোরের পরিবারের কোনো অভিযোগ নেই। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।

নাসিম উদ্দিন/এসআর/এএসএম