দেশজুড়ে

মুন্সিগঞ্জে এজলাস কক্ষে ব্লেডের আঘাতে পুলিশ সদস্য আহত

মুন্সিগঞ্জে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস কক্ষে বহিরাগতের ব্লেডের আঘাতে মোহাম্মদ আলী (৫৭) নামের এক পুলিশ সদস্য আহত হয়েছের।

সোমবার (১২ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে আদালত ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।

আহত মোহাম্মদ আলীকে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত জালালকে আটক করেছে পুলিশ।

কোর্ট পুলিশের ইনচার্জ জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক জালাল সদর উপজেলার পঞ্চসার ইউনিয় মিরেস্বরাই এলাকার আলমাসের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও আদালতের পুলিশ সূত্র জানায়, দুপুরে এজলাসের বিচারিক কার্যক্রম চলছিল। এসময় জালাল নামের ওই বহিরাগত পুলিশ কনস্টেবল মোহাম্মদ আলীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে ধারালো ব্লেড দিয়ে মোহাম্মদ আলীর পিঠে আঘাত করেন। এতে ইউনিফর্ম কেটে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে উপস্থিত অন্য পুলিশ সদস্যরা জালালকে আটক করেন। আহত মোহাম্মদ আলীকে হাসপাতালে পাঠানো হয়।

মুন্সিগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম এ কালাম প্রধান জানান, পুলিশ সদস্য মোহাম্মদ আলীর পিঠ ও কনুইয়ে আঘাতের চিহ্ন রয়েছে।

আরাফাত রায়হান সাকিব/এসআর/এএসএম